কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের রয়েছে একটি নির্দিষ্ট সময়সীমা, রয়েছে কতগুলো নিয়ম। কিন্তু তাইওয়ানের এক ছাত্রী এ সব অগ্রাহ্য করে চোখে লেন্স পরে ছিলো টানা ছয় মাস। ফলশ্রুতিতে তার চোখে দেখা দেয় দুর্লভ এক রোগ যা তাকে অন্ধ করে দিয়েছে। মেয়েটির এই রোগের কারণ হলো একটি এককোষী জীবাণু, অ্যামিবা। এই পুরো ছয় মাসে সে এক বারও চোখ থেকে লেন্স খোলেনি, পরিষ্কারও করেনি। এ কারণে অ্যামিবা সুযোগ পেয়ে যায় তার চোখে ইনফেকশন সৃষ্টি করার। ইনফেকশন হয় তার চোখের বাইরের স্তরে, জানিয়েছে ডেইলি মেইল। অ্যামিবার কারণে এমন...

